সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন, জয়পুরহাটে একজন, বগুড়ার দুপচাঁচিয়ায় দুইজন ও ময়মনসিংহের ভালুকায় একজনসহ মোট সাতজন নিহত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কুমিলস্না-সিলেট মহাসড়কের কসবা উপজেলার সৈয়দাবাদ এবং গত বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ-(২০) একই গ্রামের কাশেম মিয়ার ছেলে রাজু (২০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই গ্রামের সামছু মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫)।
সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে কুমিলস্না-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় কুমিলস্না অভিমুখী বিসমিলস্নাহ পরিবহণের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বুধবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যান পথচারী জাহাঙ্গীর মিয়াকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় জুথী আক্তার (২২) নামে এক নারী এনজিও কর্মীর মৃতু্য হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষে ছাত্রী মরিয়ম আক্তার (২২)। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ী কলেজ এলাকায় জয়পুরহাট-ধামুইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুথী সদর উপজেলার ইছুয়া ঈশবপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে। তিনি ডিএমএসএস এনজিওর হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাদেকুল ইসলাম (১৭) ও একই এলাকার নবাব আলীর ছেলে মোকাদ্দেস (১৭)। সাদেকুল উপজেলার মর্তুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি এবং মোকাদ্দেস জিয়ানগর মিয়াপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেছেন। গত বুধবার সন্ধ্যায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া জেকে কলেজ গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় প্রতিযোগিতা করতে গিয়ে এনা পরিবহণের একটি বাসের ধাক্কায় তানজিয়া পরিবহণের হেলপার পলাশের মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এনা পরিবহণ ও তানজিয়া পরিবহণের বাস প্রতিযোগিতা করে। এক পর্যায়ে ভালুকার মহেরাবাড়ী জিনজিরা মাজার এলাকায় পৌঁছলে এনা পরিবহণের বাসটি তানজিয়া বাসে ধাক্কা দিলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হেলপার পলাশের মৃতু্য হয়।