সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

দুপচাঁচিয়ায় শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
দুপচাঁচিয়ায় শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

বগুড়ার দুপচাঁচিয়ার বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ইকবাল হোসেন মন্ডলের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

\হনোটিশে উলেস্নখ করা হয়, সহকারী শিক্ষক ইকবাল হোসেন মন্ডল দায়িত্বপ্রাপ্তের পর থেকে বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহারসহ নানারকম অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। ৯ম শ্রেণিসহ সব শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণের কারণে তারা প্রতিষ্ঠানের অধ্যক্ষের নিকট অভিযোগ দেন। সেই সঙ্গে সহকারী শিক্ষক আব্দুল ওহাব অভিযোগ করেন, শিক্ষক ইকবাল হোসেন মন্ডল ৭ম শ্রেণির পরীক্ষা রুমে প্রবেশ করে পরিবেশ নষ্ট করাসহ ৯ম শ্রেণির ছাত্রদের শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়ে শুধু ছাত্রীদের শ্রেণি কক্ষে রেখে তাদের সঙ্গে অমানবিক আচরণ ও মানসিক নির্যাতন করেছেন। এছাড়া ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিযোগ ওই শিক্ষক প্রাইভেট পড়া নিয়ে তাদের হুমকি ও কুপ্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে কমিটির সিদ্ধান্ত মোতাবেক নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ওই শিক্ষককে তার বিরুদ্ধে আনীত অভিযোগের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে