মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

জুয়া খেলায় বাধা দেওয়ায় আখাউড়ায় তিন আন্দোলনকারীকে জখম

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
জুয়া খেলায় বাধা দেওয়ায় আখাউড়ায় তিন আন্দোলনকারীকে জখম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়া খেলায় বাধা দেওয়ায় তিনজনকে অস্ত্রাঘাতে আহত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার খড়মপুরে এই ঘটনা ঘটে। আহতরা হলেন আমজাদ সাদি, মো. রিফাত ও আশিস খাদেম। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী। তাদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়।

ছাত্র আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, খড়মপুর এলাকার রেললাইনের পশ্চিম পাশে জুয়ার আসর বসার খবরে সেখানে ছুটে যান ছাত্ররা। এ বিষয়ে জানতে চাওয়া মাত্রই তাদের ওপর হামলা হয়। একদল লোক সংঘটিত হয়ে তাদের ওপর হামলা করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দল ছুটে যায়।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে