মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

রামগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তন করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
রামগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তন করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্ণীপুরের রামগঞ্জে বিদ্যালয় ও প্রতিষ্ঠাতার নাম পরিবর্তনের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গ্রামবাসী মানববন্ধন করে -যাযাদি

লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলার হোটাটিয়া উচ্চ বিদ্যালয়ের নাম ও প্রতিষ্ঠাতার নাম পরিবর্তন করার অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ গ্রামবাসী বিদ্যালয় মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেন দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাতা সদস্য ইমরুল মেহেদী খান, অভিভাবক সদস্য মাস্টার আমির হোসেন, আব্দুল কুদ্দুস, শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, শিক্ষার্থী রাশেদ আলম, ফারিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, হোটাটিয়া উচ্চ বিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃক এমপিওভুক্ত সব কাগজপত্রে বিদ্যালয়ের নাম 'হোটাটিয়া উচ্চবিদ্যালয়' এবং প্রতিষ্ঠাতা আলহাজ মো. জাকির হোসেন পাটোয়ারী। গত শুক্রবার বিদ্যালয়ের সাইনবোর্ড ফেলে দিয়ে 'কপিল উদ্দিন উচ্চ বিদ্যালয়' নামক সাইনবোর্ড ঝুলানো হয়। এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক গ্রামবাসীসহ নানা পেশাজীবীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

বক্তারা আরও জানান, আলহাজ জাকির হোসেন পাটোয়ারী বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন হতে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ২০ বছর নিজস্ব অর্থায়নে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা দিয়েছেন। ২০১৯ সালে তিনি নিজস্ব অর্থায়নে বিদ্যালয়কে এমপিওভুক্ত করেন। ৮০ শতাংশ সম্পত্তি বিদ্যালয়ের নামে কেনেন। একাডেমিক ভবন বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ অফিসের আসবাবপত্র নিজস্ব অর্থায়নে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে