রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নেত্রকোনা পৌর ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
নেত্রকোনা পৌর ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নেত্রকোনায় ছাত্রদল নেতা আমজাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী -যাযাদি

নেত্রকোনা পৌর ছাত্রদল নেতা আমজাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে বুধবার দুপুর ২টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ-সভাপতি তৌফিক খান মিলকী, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ূল, সহ-সভাপতি শামছুল হুদা শামীম, যুগ্ম সম্পাদক শাহরিয়ার রহমান সাঈদ, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, নিহত আমজাদের ভাবী স্বপ্না আক্তার, ভাই দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী দ্বারা নির্মমভাবে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান। মানববন্ধনে শহীদ আমজাদের পরিবারের সদস্যসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা ছিলেন। মানববন্ধন শেষে হত্যাকারীদের বিচার দাবিতে একটি বিক্ষোভ-মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে