রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চাকরি জাতীয়করণের দাবিতে নকলা ও পোরশায় নকলনবিসের কর্মবিরতি

স্বদেশ ডেস্ক
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
চাকরি জাতীয়করণের দাবিতে নকলা ও পোরশায় নকলনবিসের কর্মবিরতি
নওগাঁর পোরশায় চাকরি জাতীয়করণের দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেন নকলনবিসরা -যাযাদি

সাব-রেজিস্ট্রি অফিসের বৈষম্যের স্বীকার নকলনবিশদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নকলনবিশ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করেন তারা। প্রতিনিধিদের পাঠানো খবর-

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, সাব-রেজিস্ট্রি অফিসের বৈষম্যের স্বীকার নকলনবিশদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে শেরপুরের নকলায় কর্মবিরতি পালন করছেন নকলনবিশ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন।

নকলনবিসরা জানান, 'একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারে না। আমরা ২০ থেকে ৩০ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা কোনো সরকারি বেতন ভাতা পাই না। মাত্র ৩৬ টাকা পৃষ্ঠা মূল্যে আমরা দলিলের নকল লিখি। আমরা মাসে মাত্র কয়েক হাজার হাজার টাকা দলিল লিখে পাই। কিন্তু আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি।'

তারা আরও বলেন, 'ব্রিটিশ আমল থেকে নকলনবিশরা একইভাবে চলে আসছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই। আমাদের দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।'

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, সারাদেশের মতো নওগাঁর পোরশায় সাবরেজিস্ট্রার অফিসের নকলনবিসদের রাজস্বখাতে অন্তর্ভুক্তকরণের দাবিতে কর্মসূচি পালন করছেন নকলনবিসরা।

নকলনবিস কমিটির সভাপতি আমির উদ্দিন বাবু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ২৯ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন। নকলনবিসদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবিতে তারা এই কর্মসূচিগুলো পালন করছেন। ১ নভেম্বর তারা মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য ঢাকায় যাবেন বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে