রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

দোহারে হয়রানিমূলক মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

দোহার (ঢাকা) প্রতিনিধি
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
দোহারে হয়রানিমূলক মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি
ঢাকার দোহারে হয়রানিমূলক মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন করেন এলাকাবাসী -যাযাদি

ঢাকার দোহার উপজেলায় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী সাধারণ জনগণ। মঙ্গলবার দুপুরে দোহার থানার মেইন গেটের সামনের প্রধান সড়কে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। যারা দোহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক এবং পাশাপাশি এ মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের বাদ দেওয়া হোক বলে মানববন্ধনে দাবি জানান বক্তারা।

উলেস্নখ্য, গত ২৫ আগস্ট ১৭৪ জনের নাম উলেস্নখ করে এবং আরও অজ্ঞাত ২শ থেকে ২৫০ জনের নামে নাশকতা মামলা করেন দোহারের বিলাশপুর ইউনিয়নের শাহজাহান মাঝি নামে এক লোক। এ মামলায় বেশ কিছু নিরপরাধ ব্যক্তির নাম আসায় এই কর্মসূচি পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে