রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বরিশালে দুই সাবেক এমপির কাছে চাঁদা দাবি করায় গ্রেপ্তার ২

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
বরিশালে দুই সাবেক এমপির কাছে চাঁদা দাবি করায় গ্রেপ্তার ২

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু ও বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য রত্না আমিনের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করায় দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় সোমবার জেলা গোয়েন্দা শাখার এস আই কাজী অবায়দুল কবীর বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামি মেহেন্দীগঞ্জ উপজেলার হারুন হাওলাদারের ছেলে মো. শাহীন (৪০) ও বাগেরহাটের মোরলগঞ্জ থানার আব্দুল সালামের ছেলে সৈয়দ রিয়াজুল ইসলাম (৩৫)। আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন জেলা ডিবি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব দাবি করে আসামিরা মুঠোফোনে গোলাম কিবরিয়া টিপু এবং রত্না আমিনসহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। ঘটনাটি বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের কাছে জানায় ভুক্তভোগীরা। ডিজিটাল যন্ত্রের মাধ্যমে মোবাইল নম্বর ট্রাক করে আসামিদের বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্তকারী অফিসার জেলা গোয়েন্দা পুলিশের এসআই সোহেল মোলস্না জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এখনো শুনানি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে