রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষকদের পদত্যাগের দাবি

জাবি প্রতিনিধি
  ২৯ আগস্ট ২০২৪, ০০:০০
জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত শিক্ষকদের পদত্যাগের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলায় মদদদাতা ও জড়িত শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা -যাযাদি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও জড়িত শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে জাবি শিক্ষার্থীরা।

বুধবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা এসে শেষ হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা বাবর কর্তৃক সমন্বয়কদের মারধরের হুমকিরও প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিন দফার দাবি জানান শিক্ষার্থীরা। তা হলো ১৫ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও জড়িত শিক্ষকদের পদত্যাগ। ছাত্রদল বাবর গ্রম্নপ কর্তৃক সমন্বয়ককে মারধরের হুমকির প্রতিবাদে তাদের ক্যাম্পাসে নিষিদ্ধ করা এবং সব দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিব ছাত্রদলের বাবর গ্রম্নপকে উদ্দেশ করে বলেন, 'ক্যাম্পাসে যখন আমরা সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে সমতা ফিরিয়ে আনতে চাই ঠিক এ সময় ছাত্রদল আবার হলগুলোয় বস্নক তৈরি করে আধিপত্য বিস্তার করতে চায়। আমরা থাকতে তা কখনো হতে দেওয়া যাবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে