বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

মনোহরগঞ্জে খালে উল্টে পড়ল ভিজিএফ'র চাল বোঝাই ট্রাক্টর

মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
  ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কুমিলস্নার মনোহরগঞ্জে সড়কেই শুকানো হচ্ছে পানি থেকে উদ্ধার করা খাদ্যবান্ধব কর্মসূচির চাল -যাযাদি

কুমিলস্নার মনোহরগঞ্জে ঝুঁকিপূর্ণ অ্যাপ্রোচ সড়কে উল্টে পড়ল খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) চাল বোঝাই ট্রাক্টর। গত সোমবার উপজেলার মনোহরগঞ্জ-খিলা সড়কের দিশাবন্দ এলাকায় নাত্তারপুল কালভার্টের গোড়ায় এ ঘটনা ঘটে।

এতে ট্রাক্টরে থাকা প্রায় দেড় শতাধিক বস্তা চাল পানিতে পড়ে যায়। সদ্য নির্মিত ব্রিজটির অ্যাপ্রোচ সড়কে ভরাটকৃত মাটি বন্যার পানিতে দেবে যাওয়ায় এমন দুর্ঘটনার কথা জানিয়েছেন এলাকাবাসী।

ক্ষতিগ্রস্ত খাদ্যবান্ধব কর্মসূচির খিলা ইউনিয়নের ডিলার আনোয়ারুল আমিন জানান, সোমবার লাকসাম থেকে মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের একাংশের জন্য বরাদ্দকৃত ১৬১ বস্তা চাল নিয়ে তিনি মনোহরগঞ্জ আসছিলেন। উপজেলার দিশাবন্দ এলাকায় নাত্তারপুল নামক কালভার্টের গোড়ায় এসে ট্রাক্টরটি কালভার্ট অতিক্রম করার সময় অ্যাপ্রোচ সড়ক থেকে উল্টে খালে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা অধিকাংশ চালের বস্তা পানিতে পড়ে যায়।

এলাকাবাসী জানান, উপজেলা সদর থেকে খিলা যাতায়াতে গুরুত্বপূর্ণ সড়ক এটি। এ সড়কে মালবাহী ট্রাক, পিকআপভ্যানসহ ভারী যানবাহন চলাচল করে। গত এক বছরে সড়কটির এ অংশ পার হতে পিকআপভ্যান, সিএনজি, অটোরিকশাসহ দুর্ঘটনার শিকার হয়েছে বেশ কয়েকটি গাড়ি। কাজের শুরু থেকেই দুর্বল ডাইভার্সনের কারণে প্রতিনিয়ত এখানে কমবেশি বিড়ম্বনার শিকার হয়েছেন যাত্রী ও পথচারীরা। কালভার্টটির কাজ শেষ হওয়ার পর ঠিকাদার অ্যাপ্রোচ সড়কটিতে দায়সারাভাবে মাটি ভরাট করায় সড়কটি দেবে গেছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফরিদ আহমেদ বলেন, ভিজিএফ আওতায় মনোহরগঞ্জে খিলার ২৭০ জনকে ৮ হাজার একশ' কেজি চাল ডিলারের মাধ্যমে প্রদান করা হয়েছে। জনপ্রতি ৩০ কেজি করে ২৭০ জন সুবিধাভোগী এ চাল পাওয়ার কথা। এমন দুর্ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

উপজেলা প্রকৌশলী শাহ আলম বলেন, অ্যাপ্রোচ সড়কটি বন্যার আগে মাটি ফেলে যান চলাচল উপযোগী করা হয়েছে। কিন্তু বন্যার পানিতে মাটি দেবে যাওয়ায় বর্তমানে যান চলাচলে বিঘ্ন ঘটছে। শিগগিরই ঠিাকাদারের সঙ্গে কথা বলে জনস্বার্থে সড়কটি মেরামত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে