বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের পদত্যাগ

বাগেরহাট প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের পদত্যাগ

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য অবশেষে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে কমিটির ১৫ জন সদস্য একযোগে পদত্যাগ করেন। সকল সদস্যের পদত্যাগের ফলে কমিটি বিলুপ্ত হওয়ায় জরুরিভিত্তিতে সমিতির এক সভায় প্রবীণ আইনজীবী মাহফুজুর রহমান লাহুকে আহ্বায়ক করে এক সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। নতুন এই আহ্বায়ক কমিটি আগামী মঙ্গলবার সমিতির সাধারণ সভা ডেকেছেন।

পদত্যাগ করা জেলা আইনজীবী সমিতির সভাপতি ড. আজাদ ফিরোজ টিপু বলেন, 'বৃহস্পতিবার দুপুরে আমি পদত্যাগ করেছি। কার্যনির্বাহী কমিটির সকল সদস্যই পদত্যাগ করেছেন।' জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৯ সালে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ড. আজাদ ফিরোজ টিপুর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি গঠন হয়। পরে করোনাকালীন কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়। এরপরে আর কোনো নির্বাচন হয়নি। প্রতিবারই রেজুলেশনের মাধ্যমে কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ রেজুলেশন অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ ছিল ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।

সিনিয়র আইনজীবী মোশারেফ হোসেন মন্টু বলেন, সারাদেশের ন্যায় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বাগেরহাট জেলা আইনজীবী সমিতিও কুক্ষিগত করে রেখেছিল। আজকে তারা পদত্যাগ করেছেন। সদ্য পদত্যাগ করা ড. আজাদ ফিরোজ টিপু বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দলীয় প্রভাব ব্যবহার করে আইনজীবী সমিতিতে নিয়ম বহির্ভূত কাজ করার অভিযোগ রয়েছে। এ ছাড়া আইনজীবি সমিতি ভবন নির্মাণ নিয়ে অনিয়ম দুর্নীতি রয়েছে। এমনকি সমিতি ভবনের জমি নিয়েও জেলা জজশিপের সঙ্গে বিরোধ রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে