শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

গাংনীতে বোমাসদৃশ্য বস্তু ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাংনীতে বোমাসদৃশ্য বস্তু ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রাম থেকে বোমাসদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরো এবং প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে।

গোপালনগর গ্রামের চায়ের দোকানি আরশাদ আলী জানান, সকাল ৬টার দিকে তিনি দোকান খুলতে গিয়ে বোমাসদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরো এবং প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট দেখতে পান। পরে তিনি ৯৯৯ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে গাংনী থানা পুলিশের এসআই শিমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এগুলো উদ্ধার করেন এবং চিরকুটে রবিউলকে প্রাণনাশের হুমকির কথা উলেস্নখ করা। রবিউল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দের জেরে এগুলো রাখা হতে পারে। প্রাণনামের হুমকির বিষয়ে তিনি আইনের আশ্রয় নিতে চান বলেও জানান।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, বোমাসদৃশ্য বস্তু দুটি বালু-পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছুই বলা সম্ভব নয় বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে