শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

আড়াইহাজার থানার লুট হওয়া আরও একটি অস্ত্র উদ্ধার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আড়াইহাজার থানার লুট হওয়া আরও একটি অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে আরও একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার আড়াইহাজার পৌরসভার তুর্কুনী এলাকায় পরিত্যাক্ত অবস্থায় শর্টগানটি উদ্ধার করা হয়েছে বলে জানান আড়াইহাজার থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোলস্না।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের দিন সন্ধ্যায় দুষ্কৃতকারীরা আড়াইহাজার থানায় আক্রমণ করে থানা ভবনসহ সিজ করা সব মালামাল ও আশপাশের কোয়ার্টারগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং থানার সব অস্ত্র, গোলাবারুদসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এর মধ্যে বুধবার রাতের্ যাব, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আরও বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সব শেষ বৃহস্পতিবার তুর্কুনী এলাকা থেকে ওই শর্টগানটি উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে