বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বীরগঞ্জে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বীরগঞ্জে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় মামলা

দিনাজপুরের বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে গত রোববার রুপম আহমেদ জীবন (২৩) নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় নিহতের বাবা রুস্তম আলী বাদী হয়ে সোমবার বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

৯ জনের নাম উলেস্নখ করে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

1

পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। নিহত রুপম আহমেদ জীবনের বিরুদ্ধে এখন পর্যন্ত বীরগঞ্জ থানায় চুরিসহ দুইটি মামলার তথ্য পাওয়া গেছে বলে তিনি আরও জানান।

এদিকে আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সোমবার মৃতদেহ নিয়ে পৌর শহরের ফিশারি মোড়ে নিহতের পরিবারের লোকজন দিনাজপুর-পঞ্চগড় সড়ক অবরোধ করে। এ সময় দূরপালস্নাসহ বেশকিছু যানবাহন আটকা পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় এবং যানচলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে