শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

চাঁদাবাজি মামলার আসামিসহ পাঁচ জেলায় ৮ জন গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁদাবাজি মামলার আসামিসহ পাঁচ জেলায় ৮ জন গ্রেপ্তার

বিভিন্ন অপরাধে খুলনা, পটুয়াখালী পবিপ্রবি, জয়পুরহাট, দিনাজপুরের বীরগঞ্জ ও সিরাজগঞ্জের কাজিপুর থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছের্ যাব, পুলিশ ও শিক্ষার্থীরা। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

খুলনা অফিস জানান, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ১৯ নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর জাকির হোসেন বিপস্নব (৫২) ও তার ছেলে সোনাডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন ঐশ্বর্য্য (২৫) আদালতে আত্মসমর্পণ করেন। সোমবার সকালে সোনাডাঙ্গা থানার ছিনতাই ও চাঁদাবাজি মামলায় তারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আদালতের বিচারক মো. আল আমিন জামিন নামঞ্জুর করে বিপস্নবকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন এবং ঐশ্বর্য্য'র জামিন মঞ্জুর করেন।

পবিপ্রবি প্রতিনিধি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শের-ই-বাংলা হলে মাদকসেবনরত অবস্থায় ৩ জন বহিরাগতকে আটক করেছে শিক্ষার্থীরা। আটক হলেন দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসার মো. নাজমুল হুদা (২৬), মো. হাসান সর্দার (২৪) ও মো. আবু বকর (২৫)। সোমবার রাত ১০টার সময় এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ১১টা ৩০ মিনিটে দুমকি থানা পুলিশের নিকট তাদের সোপর্দ করে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ ২ যুবককে আটক করেছের্ যাব সদস্যরা। মঙ্গলবার ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হলো জয়পুরহাটের কালাই উপজেলার মূলগ্রামের আনিসুর রহমানের ছেলে আরাফাত আজিজুল হক (২০) ও নওগাঁর ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আলামিন হোসেন রিপনের ছেলে আহসানুলস্নাহ রিয়াদ (১৬)। জয়পুরহাটর্ যাব ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ আল রাজেক জানান, আটকদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়ছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে পাকা তাল কুড়ানোর কথা বলে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ১১ বছর বয়সের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমর ফারুক বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের ওয়ান স্টপ ক্লাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে সোমবার বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, পুলিশ অভিযান চালিয়ে রাতেই ওমর ফারুককে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের সোনামূখী গ্রামের বঙ্গবন্ধু সরকারী কলেজের অফিস সহকারী খোরশেদ আলম কে ধর্ষনের অভিযোগে আটক করা হয়েছে। অভিযুক্ত খোরশেদ সোনামূখী ইউনিয়নের সোনামূখী গ্রামের কাসেমের পুত্র বলে জানা গেছে। কাজিপুর থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, সপ্তাহখানেক আগে খোরশেদ আলম প্রতিবন্ধী লতা খাতুন নামের একজন বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে খোরশেদের নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ বিষয়ে মেয়ের বাবা ফজলুল হক গত সোমবার খোরশেদকে অভিযুক্ত করে কাজিপুর থানায় মামলা দায়েরের পর ওইদিন রাতেই অভিযুক্তকে কাজিপুর থানা পুলিশ আটক করে আদালতে সোপর্দ করেন। কাজিপুর থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে