শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকাদান কর্মসূচি উদ্বোধন

স্বদেশ ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁপাইনবাবগঞ্জে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয় -যাযাদি

সারাদেশে প্রাণিসম্পদ অধিদপ্তরের 'পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ' প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ায় বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় একযোগে কর্মসূচি শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডে চরমোহনপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী।

জানা গেছে, এই কর্মসূচির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১ লাখ ৬০ হাজার, শিবগঞ্জে ২ লাখ ১২ হাজার, গোমস্তাপুরে ১ লাখ ৩৩ হাজার, নাচোলে ৭৫ হাজার ও ভোলাহাটে ৪০ হাজার ডোজ পিপিআর রোগের টিকা প্রদান করা হবে।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে ৪ শতাধিক ছাগল ও ভেড়ার টিকা প্রদান করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, সাবেক শিক্ষক খবির উদ্দিন খোকা, ইউপি সদস্য জিয়াউর রহমান। ডা. শাহরিয়ার মাহমুদ আরমান জানান, ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূল করার লক্ষ্য নিয়ে ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৩ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। পাশাপাশি স্থানীয়দের মাঝে পিপিআর রোগ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে