শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল

পবিপ্রবি প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এর নবম উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম। এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন।

বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোসাম্মদ রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম এই নিয়োগ প্রাপ্ত হন।

জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী তার এই নিয়োগের মেয়াদ চার বছর। উপাচার্যের ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি এই দায়িত্বপ্রাপ্ত হবেন বলেও উলেস্নখ রয়েছে।

উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম বলেন, 'পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গবেষণায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলব। সাধারণ শিক্ষার্থীদের কথাগুলো শুনব, তাদের চাওয়া পাওয়ার মেলবন্ধন ঘটাব।'

এ ছাড়াও তিনি শিক্ষক-কর্মকর্তাসহ সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে