রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃতু্য

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে নারীর মৃতু্য

নোয়াখালীর সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সন্ধ্যা রানী দাস নামে এক নারীর সাপের কামড়ে মৃতু্য হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রানী দাস (৩৭) উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙ্গিনায় ফুল তুলতে যান সন্ধ্যা রানী। যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে প্রথমে চরজব্বার স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। সেখানে এন্টি ভেনম না থাকায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃতু্য হয়। চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে