মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২
বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘ (বায়েসা)

সভাপতি ড. সাইফুলস্নাহ, সম্পাদক ড. গোলাম রসুল

  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
সভাপতি ড. সাইফুলস্নাহ, সম্পাদক ড. গোলাম রসুল
সভাপতি ড. সাইফুলস্নাহ, সম্পাদক ড. গোলাম রসুল

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কর্মরত বিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের (বায়েসা) দ্বিবার্ষিক কর্মপরিষদ গঠিত হয়েছে। ৩ অক্টোবর সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশে উপস্থিত বিজ্ঞানীদের মধ্যে ৪৬৪ জন (প্রায় ৯৯%) তাদের সরাসরি ভোটে দুই বছর মেয়াদের জন্য ১৩ সদস্যের কর্মপরিষদ নির্বাচিত করেন।

নির্বাচনে সাভারের খাদ্য ও বিকিরণ জীববিজ্ঞান ইনস্টিটিউটের (এইআরই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম সাইফুলস্নাহ সভাপতি ও পরমাণু খনিজ ইনস্টিটিউটের (এইআরই) প্রধান ভূতত্ত্ববিদ ড. মো. গোলাম রসুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কর্মপরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ডা. আবু বক্কর সিদ্দিক (প্রধান চিকিৎসা কর্মকর্তা, নিনমাস, ঢাকা); কোষাধ্যক্ষ ড. মো. মাহবুবুল হক (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, পশকে, ঢাকা); সহ-সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ মর্তুজা (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আইএফআরবি, এইআরই, সাভার) ও তথ্য ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মো. আল মামুন (মুখ্য প্রকৌশলী, প্রধান কার্যালয়, ঢাকা)।

এ ছাড়াও নির্বাচিত সাতজন পরিষদ সদস্য হলেন- ড. মো. আসাদ শরীফ (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আইএনএসটি, এইআরই, সাভার); ডা. আফরোজা আক্তার (ঊর্ধ্বতন চিকিৎসা কর্মকর্তা, ইনমাস, ঢাকা); ড. মোহাম্মদ রাজীব (মুখ্য ভূতত্ত্ববিদ, আইএনএম, এইআরই, সাভার); ড. মো. আবদুলস্নাহ আল মামুন (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পশকে, ঢাকা); ডা. আজমল কবির সরকার (মুখ্য চিকিৎসা কর্মকর্তা, ইনমাস, গোপালগঞ্জ); ড. মো. মোশাররফ হোসেন ভূঞা (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আইএনএসটি, এইআরই, সাভার) ও এনপিইডি (সিআরএনপিপি) প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলিউজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে