শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

যাযাদি ডেস্ক
  ১৯ অক্টোবর ২০২৪, ০০:০০
তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা -যাযাদি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বুয়েটের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার ঢাকা প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুস সোবহান, প্রফেসর ডক্টর সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী বশির আহমেদ শাকিল, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী মতিন প্রকৌশলী নেসার আহমেদ, প্রকৌশলী আল মামুন গাজী প্রকৌশলী আলী মর্তুজা, প্রকৌশলী নাসিম উদ্দিন রুবেল, প্রকৌশলী এস এম ফয়সাল, প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শাহরিয়ার পারভেজ, প্রকৌশলী আব্দুর রউফ তালুকদার প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তারেক রহমান দেশে না আসলে দেশের গণতন্ত্র যেমন ফিরবে না, তেমন মানুষের মুক্তি মিলবে না। তার মামলা প্রত্যাহারসহ তাকে দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে