তিন জেলায় যৌথ অভিযানে চার ডাকাতসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। খুলনার রূপসা, মেহেরপুরের গাংনী ও বগুড়ার দুপচাঁচিয়ায় এ সব আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার রূপসায় যৌথ অভিযানে বোমা, অস্ত্র, গুলি ও মাদকসহ সক্রিয় ডাকাত চক্রের সদস্য সাব্বির হোসেন (৩৪) ও তার তিন সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাত সোয়া ১২টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার ঘুপিয়ার খাল ঘের এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকদের জব্দকৃত অস্ত্র, হাত বোমা, মাদক, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সব আলামতসহ রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছের্ যাব। বুধবার রাতে গাংনীস্থ নিজ নিজ বাসা থেকে তাদের আটক করের্ যাব-১২ গাংনী ক্যাম্পের একটি দল।র্ যাব-১২ সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে। এ কারণে তাদের আটক করে আদালতে সোপর্দ করার লক্ষ্যে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফারুক দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঁশোপাতা মহলস্নার আমিনুর রহমানের ছেলে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুবিধাভোগী বিভিন্ন ভোক্তার কাছ হতে অবৈধভাবে চাল ক্রয় ও মজুত রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুনিরুল হকের উপস্থিতিতে দুপচাঁচিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালান।