বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান বলেছেন, 'এখন লুটতরাজের সময় নয়, নিজেদের এমপি চাওয়ার সময় নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে সুসংগঠিত করার সময়। আমরা কে এমপি হলাম, সেটা বিষয় নয়। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে ক্ষমতায় আনতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।'
শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরের লতিফপুর এলাকায় কালিয়াকৈর পৌর শ্রমিক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক শামছুল আলম সরকার, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রবিন। উপস্থিত ছিলেন- পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মী ও শ্রমিকদলের নেতাকর্মীরা।