বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গোবিন্দগঞ্জে ভাতা অ্যাকাউন্ট হ্যাকার চক্রের চার সদস্য আটক

গোবিন্দঘঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
গোবিন্দগঞ্জে ভাতা অ্যাকাউন্ট হ্যাকার চক্রের চার সদস্য আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিরীহ মানুষের বয়স্ক ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতার অ্যাকাউন্ট হ্যাক করে সমুদয় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ তথাকথিত চারজন হ্যাকারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলো- উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের আবুল কালামের ছেলে সজীব (২০), নায়েব আলীর ছেলে রাকিব মিয়া (২০), ডালিম মিয়ার ছেলে শামিম মিয়া (২১), আব্দুর রউফের ছেলে হাসান আলী (২২) ও জাহাঙ্গীর আলমের ছেলে মারুফ মিয়া (২৪)।

গ্রাহকের কাছে ফোন করে মোবাইল অপারেটর অথবা মোবাইল ব্যাংকিংয়ের লোক সেজে কৌশলে ওপিটিসহ নানা তথ্য সংগ্রহ করত এই চক্র। এরপর এসব গ্রাহকের নগদের অ্যাকাউন্ট হ্যাক করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা হাতিয়ে নিতো এই হ্যাকাররা। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে পাঠিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে