বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বন বিভাগের বাধায় থমকে গেছে সড়কের কাজ!

বাধার প্রতিবাদে মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
বন বিভাগের বাধায় থমকে গেছে সড়কের কাজ!
গাজীপুরের শ্রীপুরে সড়কের নির্মাণ কাজে বন বিভাগের বাঁধার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী -যাযাদি

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বাঁধার মুখে একটি সড়কের নির্মাণ কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েক লাখ মানুষ। বাঁধায় লোহাগাছ-ইজ্জতপুর সড়কের নির্মাণ কাজ প্রায় ১৬ মাস ধরে বন্ধ রয়েছে।

শনিবার সকালের দিকে ওই রাস্তার কাজে বাঁধার প্রতিবাদে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এক মানববন্ধনে অংশ নেয় এলাকাবাসী। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সমাজসেবকসহ প্রায় দেড় শতাধিক মানুষ অংশ নেয়।

মানববন্ধনের বক্তব্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর-রাজেন্দ্রপুর রেললাইনের পূর্ব পাশের সড়কটি আশির দশকে মাটি ভরাট করে সংস্কার করা হয়। দীর্ঘ প্রায় চলিস্নশ বছরে ওই সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। ২০২৩ সালে জুন মাসে ওই সড়কের ৩ কি.মি. উন্নয়নের জন্য দরপত্র আহ্বানের মাধ্যমে যথারীতি ঠিকাদার কাজ শুরু করেন। কিন্তু সেখানে বাধ সাধে বন বিভাগ। তাদের বাঁধার কারণে প্রায় এক বছর ধরে ওই সড়কের কাজ বন্ধ রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিন্দুবাড়ি জিএ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, যুববিষয়ক সম্পাদক ইমন ঘোষ, রাজাবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য-সচিব শাহ আলম, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজেদুল ইসলাম মিথুন, যুবদল নেতা মাজহারুল ইসলামসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সমাজের নানা শ্রেণিপেশার মানুষ।

শ্রীপুর উপজেলা প্রকৌশলী আ. ছামাদ পত্তনদার বলেন, নিয়ম মেনে সড়কের কাজ শুরু হয়েছিল। বন বিভাগের বাঁধার কারণে প্রায় এক বছর ধরে কাজ বন্ধ রয়েছে।

শ্রীপুরের বিট কর্মকর্তা আল আমীন গাজী বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বিধি মোতাবেক সিদ্ধান্ত নিলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে