বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

জাতীয় সমবায় দিবস পালন

স্বদেশ ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
জাতীয় সমবায় দিবস পালন
ঢাকার কেরানীগঞ্জের্ যালিতে অংশ নেন উপজেলা সমবায় সমিতির সদস্যরা -যাযাদি

'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'- এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবশন,র্ যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবশন করা হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালামের সভাপতিত্বে ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট অধ্যক্ষ গাজী মো. সালাহ উদ্দিন, ইউসিসি'র সভাপতি ফখরুল ইসলাম, সাংবাদিক বকশি ইকবাল আহমদ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করে জেলা প্রশাসক নায়িরুজ্জামান ও জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, ইউএনও আশরাফুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমুখ।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উপ-পরিচালক এজেএম সিরাজুল মূনীর।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসি ল্যান্ড মনীষা রানী কর্মকার। উপস্থিত ছিলেন সহকারী সমবায় অফিসার কামরুল হাসান, বিআরডিবি সভাপতি মোহাম্মদ সেলিম, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী প্রতিনিধি রেজাউল করিম প্রমুখ।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ারা বেগম ও পলস্নী ইউন্নয়ন কর্মকর্তা তন্ময় বিশ্বাসের নেতৃত্বের্ যালি অনুষ্ঠিত হয়।র্ যালি শেষে উপজেলা হল মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ইউএনও ফারাশিদ বিন এনাম, উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ারা বেগম ও পলস্নী উন্নয়ন কর্মকর্তা তন্ময় বিশ্বাস।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসি ল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও আরাফাত হোসাইন। উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, রূপায়ণ সমবায় সমিতির সভাপতি ও বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার প্রমুখ।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বাঁশখালীতে উপজেলা সমবায় কর্মকর্তা গাজী মো. ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসি ল্যান্ড জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, সমবায় সমিতির নেতা প্রদীপ মিত্র চৌধুরী, একেএম মাঈনুদ্দীন, মাওলানা বশির আহমদ প্রমুখ।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, চারঘাটে উপজেলা সমবায় দপ্তরের উপ-পরিদর্শক বুলবুল হোসেনের সঞ্চালনায় সমবায় কর্মকর্তা মহসীন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সানজিদা সুলতানা। বক্তব্য রাখেন এসি ল্যান্ড কর্মকর্তা আরিফ হোসেন, সমবায় উপ-পরিদর্শক রেজাউল করিম, চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার কাউসার আলী। প্রধান অতিথি ছিলেন ইউএনও রেহেনুমা তারান্নুম। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা মাহাতাব আলীসহ সমবায়ীরা।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মীর মো. আল কামাহ তমাল। বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি খন্দকার মহিব্বুল, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান আতিক, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইমরান চৌধুরী নিশাদ, জাকির আহম্মেদ, ফেরদৌস শামস, আকাশ খান প্রমুখ।

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা সমবায় অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসি ল্যান্ড ঈষিতা আক্তার। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুন্ডু থানার ওসি এমএ রউফ খান, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার মেহেদী হাসান, পলস্নী সঞ্চয় ব্যাংকের অফিসার আরিফুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমুখ।

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে আলোচনা সভার সভাপতিত্ব করেন সমবায় অফিসার জিগার হাসরত। প্রধান অতিথি ছিলেন ইউএনও আবুল হায়াত। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আব্দুলস্নাহ, আব্দুল বারী প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম ইমাম রাজী টুলু। উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, স্থানীয় সমবায়ী রিংকু লরেন্স গমেজ, প্রেমানান্দ কর, সাংবাদিক ওমর আলী মোলস্না প্রমুখ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে সমবায় অফিসের সহকারী পরিদর্শক আসলাম হোসেনের সঞ্চালনায় ইউএনও মুহাম্মদ রাসেদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোরাদ আলী। অতিথির মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি শফিউদ্দীন খান, সমাজসেবা অফিসার শেখ মো. বজলুর রশিদ কনক, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় যুব-উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামানের সভাপতিত্বে ও যুব-উন্নয়নের উদ্যোক্তা হুমায়ূন কবীর রিটনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসি ল্যান্ড মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, পলস্নী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক জিয়াউর রহমান জীবন, উদ্যোক্তা শুভ চৌধুরী প্রমুখ।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় এসি ল্যান্ড জুয়েল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও দীপ জন মিত্র। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. নওশেদুজ্জামান। এ সময় নকলা থানার ওসি হাবিবুর রহমান, সমবায়ী সদস্য, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ ছিলেন।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে দিবসটির উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য দেন এসি ল্যান্ড ফারাহ ফাতেহা তাকমিলা। আরও বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর বিএনপি'র সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মেদ রাজু, সমবায়ী আব্দুর রাজ্জাক প্রমুখ।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলীতে ইউএনও সজীব কান্তি রুদ্র তিনি বলেন, সমবায় সমিতির মাধ্যমে যে কোনো ছোট কাজকে বড় করা সম্ভব। ব্যক্তিগত উদ্যোগে যে কাজকে এগিয়ে নেওয়া সম্ভব হয় না সমবায় সমিতির মাধ্যমে সেই কাজকে এগিয়ে নেওয়া যায়। তাই সমবায় সমিতির মাধ্যমে উন্নয়নমুখী কাজ করা গেলে এ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

শনিবার রাজস্থলীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাঙামাটি সমবায় অফিসের পরিদর্শক লোকমানের সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, রাজস্থলি থানার ওসি'র প্রতিনিধি এএসআই সোলোমান প্রমুখ।

উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় সমবায় অফিসার মারুফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি রাকিবুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে