বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাক হেলপার নিহত

রাজশাহীতে নিখোঁজ দুধ বিক্রেতার লাশ মিলল পুকুরে
স্বদেশ ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাক হেলপার নিহত
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাক হেলপার নিহত

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ট্রাক হেলপারের মৃতু্য ও রাজশাহীতে নিখোঁজ দুধ বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক অফিস ও স্টাফ রিপোর্টারের পাঠানো বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোরে ছুরিকাঘাতে ট্রাকের এক হেলপারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের শিকার ট্রাক হেলপার আসাদুল ইসলাম আসাদ (৩৫) শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত আসাদুল চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, শুক্রবার মধ্যে রাতে শহর থেকে বাড়ি ফিরছিলেন আসাদুল। পথে ধর্মতলা এলাকায় তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। শনিবার সকালে পথচারীরা তাকে শহরের ধর্মতলা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে আসাদুল চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।'

রাজশাহী অফিস জানায়, রাজশাহী নগরীর সাগরপাড়া বড় পুকুর থেকে সঞ্জিত দাস (৩৮) নামের এক দুধ বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে লাশটি পানিতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বলেন, নিহত সঞ্জিত দাস বাড়ি বাড়ি দুধ বিক্রি করতো। গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে সঞ্জিত নিখোঁজ ছিলেন। তার মৃতু্যর কারণ জানা যায়নি। তবে কিভাবে তার মৃতু্য হয়েছে তদন্ত করে যানা যাবে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে