উন্নয়ন অগ্রযাত্রায় পিছিয়ে নেই নারীরা। সারা দেশের মতো টাঙ্গাইলের ধনবাড়ীতেও সরকারী দপ্তর সহ একযুগে তিন দপ্তরে কাজ করে যাচ্ছে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ফারাহ ফাতেহা তাকমিলা।
সরেজমিনে, এসিল্যান্ড'র দায়িত্বে থেকেও ধনবাড়ী পৌরসভার প্রশাসক ও যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ফারাহ ফাতেহা তাকমিলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের ভাবমূর্তি ও সম্মান অক্ষুন্ন রাখতে সঠিকভাবে ছাত্র-জনতার সঙ্গে মিলে মিশে কাজ করে আসছেন অধ্যবধি পর্যন্ত। সঠিক দায়িত্ব পালনের কারণে ধনবাড়ী উপজেলার প্রান্তিক পর্যায়ের মানুষ তার সকল দপ্তর থেকে সঠিক সেবা পাচ্ছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। সরকার নির্ধারিত ফি'র মাধ্যমে অল্প সময়ের মধ্যে দ্রম্নত নাগরিক সেবার কার্যক্রম চলছে পৌরসভাসহ তার প্রত্যেকটি দপ্তরে।
পৌর এলাকার রাস্তা-ঘাট থেকে শুরু করে মাঠ পর্যায়ের সব উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। সেইসঙ্গে সড়কে জনচলাল নিরাপদ করতে সড়ক বাতি স্থাপনসহ মহাড়কে লোহার রড় ও বাঁশ দিয়ে দুর্ঘটনা রোধে ডিভাইডার নির্মাণ করা হয়েছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডে দুর্ঘটনার ঝুঁকি কমেছে। তিনি দায়িত্ব পওয়ার পর থেকে পৌরসভার রাস্তার ময়লা অপসারণ কাজ জোরদার হয়েছে। মহাসড়কে যানচলাচল সুগম করতে পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি, অটোর এলোমেলো অবস্থানকে সুশৃঙ্খল করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। সব পৌর নাগরিক সুবিধা সঠিকভাবে পেয়ে যাচ্ছেন পৌরসভার নাগরিকরা।
যদুনাথপুর ইউনিয়নে প্রায় একবছর ধরে পরিষদে আটকে থাকা ওএমএস কার্ডধারী ব্যক্তিদের কার্ড সঠিক ব্যক্তিদের মধ্যে বন্টন করা হয়। যদুনাথনাথপুর ইউনিয়নে এখন তুলনামূলক কম খরচে এবং দ্রম্নত নিয়মিত তাদের প্রয়োজনীয় সনদ পাচ্ছেন। পাইস্কা ইউনিয়নের এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে দীর্ঘদিন ধরে নির্মানাধীন পাইস্কা ব্রিজের বাইপাস স্থাপন না করায় নিজে অবস্থান করে তাৎক্ষনিক বাইপাস নির্মাণ করেন।
পৌরসভায় সেবা নিতে আসা ধনবাড়ীর চালাষ এলাকার, জাহিদ হাসান, দুরন্ত ও বাজারের শুভ হোড়সহ অনেকে জানান, আগে নাগরিক সেবা পেতেই অনেক সময় ঘুরতে হতো। এখন এসিল্যান্ড দায়িত্ব পাওয়ার পর থেকে দেরি হয় না।
পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ সানোয়ার হোসেন জানান, আমাদের পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের নির্দেশনায় সকল কাজ দ্রম্নত সম্পন্ন করা হচ্ছে। ধনবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, পৌরসভার সকল কাজ কর্ম একযোগে চলছে, কোন প্রকার বিঘ্ন ঘটেনি।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা জানান, 'ধনবাড়ী উপজেলায় দায়িত্ব পাওয়ার পর থেকে দিনরাত পরিশ্রম করে সেবা দেওয়ার চেষ্টা করেছি। সবার সহযোগিতা পেলে কাজ করা আমার জন্য আরও সহজ হবে।'