বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

৮ জুয়াড়িসহ তিন জেলায় গ্রেপ্তার ১৩

স্বদেশ ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
৮ জুয়াড়িসহ তিন জেলায় গ্রেপ্তার ১৩

তিন জেলায় আট জুয়াড়িসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জে একজন, কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও মাদকসহ চারজন এবং কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে জুয়া আসর থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি টিম। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বেইলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর (ওসি) ওয়াহিদুজ্জামান ঘটনার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি লিটন সাহাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় চারজনকে আটক করে। গত শুক্রবার রাতে উপজেলার চিললামী ইউনিয়নের ইনসাফনগর এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে চিলমারি বিওপি'র সদস্যরা। অন্যদিকে একই সময় উপজেলার ইনসাফনগরের ক্রোফর্ডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাজাসহ আল মামুন ইমন (২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন যুবকে আটক করে মহিষকুন্ডির আশ্রয়ণ বিওপির সদস্যরা। একইদিন রাতে ক ডাংমড়কা বিজিবি চেক পোস্ট এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ রাশেদুল ইসলাম (৩৫) নামের এক যুবকে আটক করে মহিষকুন্ডি বিওপি'র সদস্যরা। দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির জানান, এ ব্যাপারে বিজিবি পৃথক ৩টি মামলা করেছে।

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে থানাহাট ইউনিয়নের উচাভিটা আশ্রয়ণ প্রকল্পের অব্যবহৃত আইয়ুব আলীর ঘর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মুদাফত এলাকার রেজওয়ান আলী (৪৮), বহরেরভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) ও উচা ভিটা এলাকার মোহাম্মদ নূরনবী, উলিপুর কবিরাজপাড়া এলাকার মোহাম্মদ ফুলমিয়া (৬৬), পূর্ব বজড়া এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬), ও মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫)। ওসি মো. নাজমুস সাকিব সজিব বলেন, ওই ৮ জনের নামে মামলা দিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে