চক্ষুদান দিবস
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন হয়েছে। শনিবার সিভিল সার্জন কার্যালয়, মৌলভীবাজার ও শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির যৌথ আয়োজনে ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপপরিচালক ডা. প্রণয় কান্তি দাস। উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. খায়রুজ্জামান, ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনন্দু ভৌমিক, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
বিজ্ঞান মেলা
ম পাবনা প্রতিনিধি
পাবনার আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পুরো একটি দিন কাটাল বিজ্ঞানের সংস্পর্শে। শনিবার দিনব্যাপী শহরের সদর হাসপাতাল রোডের আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবিত প্রকল্প নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ওয়াজেদ আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলার শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী। উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস, আইডিয়াল গ্রম্নপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল হোসেন, স্কুলটির পরিচালক জহিরুল ইসলাম, আইডিয়াল গ্রম্নপের পরিচালকসহ অভিভাবকরা।
ছাত্রদলের সমাবেশ
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার রূপগঞ্জ মুশুরী বালুরমাঠে এ সমাবেশ হয়। রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম। সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোলস্না, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ প্রমুখ।
দোয়া মাহফিল
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে 'পল্টন ট্র্যাজেডি দিবস' উপলক্ষে বাংলাদেশ জমায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আমির মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামাতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুহাদ্দিস ড. এনামুল হক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামাতের নায়েবে আমির, সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
সুধী সমাবেশ
ম ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর ও বড়তার ইউনিয়ন শাখার উদ্যোগে বটতলী বাজারে সমাবেশে সভাপতিত্ব করেন ক্ষেতলাল থানা আমির অধ্যক্ষ আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আমির ডা. ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল। আরও বক্তব্য রাখেন জয়পুরহাট শহর আমির মাওলানা আনোয়ার হোসেন, জয়পুরহাট সদর থানা আমির ইমরান হোসাইন প্রমুখ।
উপকরণ বিতরণ
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বিনামূল্যে এনসিসি ব্যাংকের সার, বীজসহ কৃষি উপকরণ পেল ২৫০ কৃষক। শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠানে কৃষকদের বিনামূল্যে ১৫ লক্ষাধিক টাকার কৃষি সামগ্রী দেওয়া হয়। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি মনিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, রিজিওনাল হেড আলী তারেক পারভেজ, হারুন উর রশীদ, আরিফুল হক, আশরাফুর রহমান, কাজী শহিদুল ইসলাম, আনোয়ারা শাখার ম্যানেজার এসএম মঈন উদ্দীন আজাদ প্রমুখ।
যুব দিবস পালিত
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় জাতীয় যুবদিবস পালিত হয়েছে। গত শুক্রবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আলীমুজ্জামান মিলন। পলস্নী-উন্নয়ন কর্মকর্তা প্রোলস্নাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড আজিজুল কবির, উপজেলা শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, সমবায় কর্মকর্তা সামসুল হক, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি বুলবুল চৌধুরী প্রমুখ।
সাংবাদিক সভা
ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আটঘরিয়া সাংবাদিক সমিতির উদ্যোগে দেবোত্তরস্থ অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া। সভায় সমিতির তহবিল গঠনের সিদ্ধান্ত হয়। সভায় বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক গাজী কনক, আফতাব উদ্দিন, জুয়েল খন্দকার, মাসুম বিলস্নাহ, ইয়ামিন হোসেন, মহর আলী, হাফিজুর রহমান প্রমুখ।
কর্মী সম্মেলন
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চন্দনাইশ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়া শাখার ত্রিবার্ষিক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধায় পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এলডিপির সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- পৌর এলডিপির উপদেষ্টামন্ডলীর সদস্য আয়ুব কুতুবী। উদ্বোধক ছিলেন- সভাপতি এম আইনুল কবির। প্রধান বক্তা ছিলেন- উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ। বিশেষ বক্তা ছিলেন- পৌরসভা এলডিপির সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক আকতার উদ্দিন।
কর্মিসভা অনুষ্ঠিত
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় গত শুক্রবার সকালে কালিয়াকৈর পৌর শ্রমিক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শ্রমিক দলের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুজিবুর রহমান। দলের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালিয়াকৈর পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামছুল আলম সরকার, কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো. রবিনসহ আরও অনেকে।
সমাবেশ অনুষ্ঠিত
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে কাঁঠালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কাঁঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর -১ আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসহাক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
মাসিক সভা
ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা ও ক্লাবের সহ-সভাপতি, যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। গত শুক্রবার বিকালে প্রেস ক্লাব কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। ধর্ম-বিষয়ক সম্পাদক এমরুল ইসলাম কোরআন তেলাওয়াত করেন। স্বাগতিক বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন। তার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা, সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠিত
ম বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবোতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলার আমলাবো ইউনিয়নের বটেশ্বর বাজার পাশে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল। জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আমলাবো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও উপজেলা বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ।
বিএনপির যৌথসভা
ম নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে যথাযথভাবে ৭ নভেম্বর বিপস্নব ও সংহতি দিবস পালনের উদ্দেশে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বড়াইগ্রাম উপজেলা এবং বনপাড়া ও বড়াইগ্রাম পৌর শাখার আয়োজনে বনপাড়া পৌর মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির আহ্বায়ক নাটোর কোর্টের পিপি আব্দুল কাদের। বক্তৃতা করেন- বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি ইসহাক আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রণি, অধ্যক্ষ আশরাফ আলী, অধ্যাপক আব্দুল আলীম, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী প্রমুখ।