শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে প্রথম নারী জেলা প্রশাসক আফিয়ার যোগদান

রাজশাহী প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
রাজশাহীতে প্রথম নারী জেলা প্রশাসক আফিয়ার যোগদান
রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন -যাযাদি

রাজশাহী জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফিয়া আখতার। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীর (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক সরকার অসীম কুমারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

পরে তিনি নিজ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যোবায়ের হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) টুকটুক তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মহিনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আফিয়া আখতার যশোর জেলার কোতোয়ালি থানায় জন্মগ্রহণ করেন। তিনি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি পাস করেন। ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৬ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে