রোহিঙ্গা নাগরিক ছলিম। কিন্তু বাংলাদেশে ভোটার হওয়ার জন্য ঘটিয়েছেন এক পিলে চমকানো ভয়ংকর জালিয়াতি! মৃত এক বাংলাদেশি যুবকের নাম ব্যবহার করে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ বানিয়েছেন এই রোহিঙ্গা যুবক। শুধু তাই নয়; জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট, ড্রাইভিং ও ট্রেড লাইসেন্সও তৈরি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, টেকনাফ সদরের সাত নম্বর ওয়ার্ড কচুবনিয়া এলাকার বাসিন্দা আব্দু সালামের ছেলে মৃত হামিদ হোসেনের হুবহু নাম- ঠিকানা ব্যবহার করে ছলিম নামের ওই রোহিঙ্গা যুবক জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জন্মনিবন্ধন ও পরিচয় তৈরি করেছেন। গত শনিবার সকালে টেকনাফ সদরের ওই কচুবনিয়া এলাকায় সরেজমিন গিয়ে এলাকাবাসী ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, হামিদ হোসেন সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রায় আট বছর আগে তার মৃতু্য হয়। এদিকে এক রোহিঙ্গা যুবক তার জন্মনিবন্ধন ও হুবহু নাম ঠিকানা ব্যবহার করে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে ভুয়া এনআইডি করেছেন। ওই রোহিঙ্গা যুবকের নাম ছলিম। তিনি বর্তমানে ওই এনআইডি দিয়ে গাড়ি-বাড়ি ড্রাইভিং ও ট্রেড লাইসেন্স ইত্যাদি দোকানের মালিক বনে গেছেন। দ্রম্নত সময়ের মধ্যে ওই রোহিঙ্গা যুবকের সহযোগীদের শনাক্ত করে প্রতারণামূলকভাবে এনআইডি তৈরির অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশি এনআইডি বালিত করে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানান স্থানীয়রা।
এ প্রসঙ্গে মৃত হামিদ হোসেনের মা সোনা খাতু বলেন, 'আমার ছেলে হামিদ হোসেন দীর্ঘ আট বছর আগে সাগরে মাছ শিকার করতে গিয়ে মারা গেছে। প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে আমার মৃত ছেলের নাম পরিচয় ও নাম ঠিকানা ব্যবহার করে ছলিম জাতীয় পরিচয়পত্র, জাতীয়তা সনদপত্র ও জন্মনিবন্ধন তৈরি করে করেছেন। সে আমার ছেলে নয়। আমরা তার ভোটার আইডি বাতিল চাই।'
অভিযুক্ত যুবক ছলিমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন এবং সংবাদ প্রকাশ না করতে প্রতিবেদককে প্রলোভন দেখান।
জানতে চাইলে স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার রশিদ আলম বলেন, 'ঘটনাটি সবেমাত্র শুনেছি। মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে ভোটার হওয়া খুবই দুঃখজনক। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী পরিবারকে আমি সহযোগিতা করব।'
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান, মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে রোহিঙ্গা কীভাবে ভোটার হবে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করলে তার এনআইডি বাতিল করা হবে।