শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর ফেরি চলাচল

গোয়ালন্দ (বাজবাড়ী) প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ৩ ঘণ্টা পর ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার সকালে প্রায় ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে দুর্ভোগের শিকার হয়।

বিআইডবিস্নউটিসি সূত্র জানায়, রোববার ভোর রাতে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে ভোর পৌনে ৫টার দিকে নৌপথ পুরোপুরি কুয়াশার চাদরে ঢেকে যায়। এতে করে যে কোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়।

ফলে বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ে। পরে সকাল সাড়ে ৭টায় কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়।

বিআইডবিস্নউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, এটি একটি প্রাকৃতিক সমস্যা। তবে নৌরুটে পর্যাপ্ত ফেরি থাকায় আটকা পড়া যানবাহন দ্রম্নত পারাপার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে