শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তাজউদ্দীন মেডিকেলের ৬ লিফটের ৪টি নষ্ট, ভোগান্তি

গাজীপুর প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
তাজউদ্দীন মেডিকেলের ৬ লিফটের ৪টি নষ্ট, ভোগান্তি

গাজীপুর শহরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে ৬টি লিফটের মধ্যে ৪টিই নষ্ট হয়ে পড়ে রয়েছে। এতে রোগী নিয়ে সুউচ্চ হাসপাতাল ভবনে উঠতে ও নামতে গিয়ে অবর্ণনীয় দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা।

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা নাসির উদ্দিন গল বস্নাডার স্টোন নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন। তিনি জানান, হাসপাতালে ৬টি লিফটের মধ্যে ৪টিই নষ্ট হয়ে পড়ে রয়েছে। শত শত রোগী হাসপাতালের সচল দুটি লিফটে ওঠার জন্য প্রতিনিয়ত ভিড় তথা জনজট লেগেই থাকে। ফলে লিফটে উঠতে গিয়ে রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছেন। তার নিজেরও লিফটে উঠতে প্রায় ২৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। কারণ আটতলায় সিঁড়ি ভেঙে ওঠা তার জন্য ছিল দূরূহ ব্যাপার।

গাজীপুর মহানগরীর নলজানি এলাকার বাসিন্দা সুফিয়া বেগম জানান, এ হাসপাতালে তার স্বামীর চিকিৎসা নিতে এলে তাকে সার্জারি বিভাগে ভর্তির পরামর্শ দেন ডাক্তার। স্বামীকে নিয়ে তাকে আট তলায় উঠতে হচ্ছে। দুই লিফটের মধ্যে একটিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও উঠতে না পেরে পাশের লিফটে গিয়ে অপেক্ষা করেন। তারপরও ভিড় ঠেলে উঠতে না পেরে স্বামীকে হুইল চেয়ারে বসিয়ে বিকল্প পথ ধরে তুলতে গিয়ে অনেক ভোগান্তির শিকার হন।

লিফট অপারেটর সিয়াম হোসেন জানান, ছয়টি লিফটের মধ্যে চারটি লিফটই নষ্ট। তার মধ্যে দক্ষিণ পাশের ১ নম্বর লিফটি প্রায় ছয় মাস ধরে অকেজো। ৪, ৫ ও ৬নং লিফটি প্রায় ১০-১২ দিন ধরে অকেজো হয়ে আছে। বর্তমানে হাসপাতালটির ১৫ তলা ভবনের ১৩তলা পর্যন্ত দুটি লিফট চলাচল করছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, লিফটগুলি গাজীপুর গণপূর্ত বিভাগ তদারকি করে। সমস্যা সমাধানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। দু-একদিনের মধ্যেই লিফটগুলো সচল করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

গণপূর্ত বিভাগ গাজীপুরের নির্বাহী প্রাকৌশলী আব্দুল হালিম জানান, ময়লা জমে ও যান্ত্রিক ত্রম্নটির কারণে লিফটগুলো বিকল হয়ে পড়ে। দু-একদিনের মধ্যেই আরও দুটি লিফট সচল হয়ে যাবে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশেই এক নম্বর লিফটি বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে