টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় দুর্ধর্ষ ডাকাত খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ অক্টোবর সন্ধ্যায় খাজার চালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ঘাটাইল উপজেলার সন্ধান ইউনিয়নে। তিনি সন্ধানপুর গ্রামের মৃত পলান মিয়ার ছেলে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ অক্টোবর খোরশেদ আলম তার দলবল নিয়ে কোচক্ষিরা গ্রামের বায়েজিদ খানের বাড়ির কর্মচারীকে মারধর করেন। এ ঘটনায় গত ২৮ অক্টোবর বায়েজিদ খান সাতজনকে আসামি করে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, খোরশেদ আলমের বিরুদ্ধে ঘাটাইল থানায় হামলা, রাহাজানি, ভয়ভীতিসহ ছয়টি ও বনের গাছ চুরির ২৭টিসহ মোট ৩৩টি মামলা রয়েছে। এ ছাড়াও ২০০৬ সালে এলাকাবাসী আটক করে তাকে পুলিশে সোপর্দ করলে দীর্ঘদিন হাজতবাস করেন। পরে জামিনে বেরিয়ে আসেন।
ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, খোরশেদ আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।