শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

অভিযান টের পেয়ে নদীতে ঝাঁপ ৪০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
অভিযান টের পেয়ে নদীতে ঝাঁপ ৪০ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

বরিশালের বানারীপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে মা ইলিশ শিকার করছিলেন কয়েকজন জেলে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের একটি দল নদীতে অভিযান চালায়। অভিযান টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে নিখোঁজ হন শহীদ শিকদার (৭২) নামে একজন জেলে। এর ৪০ ঘণ্টা পর নদীতে তার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার রাতে নিখোঁজ হওয়ার পর গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের জাংগালিয়া গ্রামসংলগ্ন সন্ধ্যা নদীতে জেলেরা তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

নিহত শহীদ সিকদার উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়ি ৬নং ওয়ার্ডের ফয়জর আলী সিকদারের ছেলে।

জাংগালিয়া এলাকার ইউপি সদস্য শাকিল সুমন জানান, জেলে শহীদ সিকদারের পরিবার কোন ধরনের আইনি প্রক্রিয়ায় জড়াতে চায় না। তাই মরদেহ বাড়ি নিয়ে যায়। এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে স্পিড বোট ও দুটি ট্রলার নিয়ে বানারীপাড়া সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র সন্ধ্যা নদীতে অভিযান চালান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে