রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান মাদক-অস্ত্রসহ আটক ৪০

তিন জেলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬
স্বদেশ ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান মাদক-অস্ত্রসহ আটক ৪০
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান মাদক-অস্ত্রসহ আটক ৪০

গাজীপুরের টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৪০ জনকে আটক করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলে দুই নারীসহ চার মাদক বিক্রেতা, খাগড়াছড়ির রামগড়ে ইয়াবাসহ একজন ও নওগাঁর পোরশায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা আটক হন। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরীর টঙ্গীর কেরানিটেক বস্তিতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ৪০ জনকে আটক করা হয়েছে। অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।

গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অভিযান চালানো হয়।র্ যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে পাঁচশ সদস্য অংশ নেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৮ অক্টোবর সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এরপর থেকেই রাজধানীসহ সারাদেশে সাঁড়াশি অভিযান চলছে।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকা থেকে সোমবার ভোরে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এছাড়া টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ায় রোববার রাতে অভিযান চালিয়ে ১৮৭ গ্রাম হেরোইনসহ দুই নারী বিক্রেতাকে আটক করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব-১৪)।

জানা যায়, গোপনে খবর পেয়ে ডিবি-উত্তরের একটি দল বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সেতুপূর্ব রেল স্টেশন এলাকায় সোমবার ভোরে অভিযান চালায়। অভিযানে কাভার্ডভ্যানে তলস্নাশি চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হচ্ছেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ফরহাদ মোলস্নার ছেলে চঞ্চল মোলস্না (২৭) ও একই উপজেলার অশ্বীনি কান্ত রায়ের ছেলে খিতিশ চন্দ্র রায় (৩৭)।

অন্যদিকে, টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়ায় রোববার রাতে অভিযান চালিয়ে ১৮৭ গ্রাম হেরোইনসহ দুই বিক্রেতাকে আটক করেছের্ যাব-১৪।র্ যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হচ্ছেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুলস্না গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (৩৬) ও একই এলাকার লিটন মিয়ার স্ত্রী রিতা বেগম ওরফে বানু (৩৮)।

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তিনি পূর্ব চৌধুরীপাড়ার মো. শাহজাহান মিয়ার ছে?লে। গত রোববার সন্ধ্যায় পৌর এলাকা ডেবারপাড়ের রাস্তা হ?তে তাকে আটক করা হয়।

রামগড় থানার ওসি মঈন উদ্দীন জানান, আটক শাহাবুদ্দিনের বিরু?দ্ধে মামলার দিয়ে আদাল?তের মাধ?্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির একাংশের অফিস কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা রেজওয়ানকে নিতপুর তার বাসা থেকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত রোববার রাতে দুর্বৃত্তরা নিতপুর মডেল মসজিদের পাশে ইউনিয়ন বিএনপির ওই অফিস কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে এবং অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও বাইরে টাঙানো দলীয় পোস্টার ছিঁড়ে ফেলে। এ সময় তারা কক্ষের ভেতরে আগুন ধরিয়ে দেয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী জানান, নিতপুর ইউনিয়ন বিএনপির এটি দলীয় অফিস। ইতোমধ্যে তারা থানায় মামলা করেছেন।

পোরশা থানার ওসি শাহীন রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের রেজওয়ান নামে এক নেতাকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে