রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ে বিএনপির কাউন্সিল ঘিরে প্রাণচাঞ্চল্যতা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ০০:০০
আত্রাইয়ে বিএনপির কাউন্সিল ঘিরে প্রাণচাঞ্চল্যতা

দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন। কাউন্সিলকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে।

দেশের অন্য স্থানের মতো আত্রাইয়েও দীর্ঘ দিন থেকে তারা উন্মুক্তভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারেননি। এমনকি তাদের কেন্দ্রীয় কর্মসূচিগুলোও পালন করতে হয়েছে চার দেয়ালের ভেতর। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভু্যত্থানের পর যেন প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। উচ্ছসিত নেতাকর্মীরা।

নতুন করে দল গোছাতে উন্মুক্তভাবে প্রতিটি স্থানে তারা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই উপজেলার ৮ ইউনিয়নে তারা কমিটি গঠন করেছেন। আগামী ৬ নভেম্বর উপজেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে আহ্বান করা হয়েছে দ্বিবার্ষিক কাউন্সিল। এদিকে সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকা। চলছে অবিরাম মাইকিং। এ যেন স্থানীয় সরকারের কোনো নির্বাচন।

জানা যায়, ২০১০ সালে বিএনপির কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই থেকে আহ্বায়ক কমিটি দিয়ে দলের কার্যক্রম চলছে। নতুন করে নির্বাচনী ঢোল বাজায় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসছে প্রাণচাঞ্চল্যতা।

উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট বলেন, এ নির্বাচনে সভাপতি পদে রয়েছেন এসএম রেজাউল ইসলাম রেজু (আনারস প্রতীক), এমদাদুল হক পিন্টু (চেয়ার প্রতীক)। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- তছলিম উদ্দিন (মোরগ প্রতীক), আব্দুল মান্নান সরদার (মাছ প্রতীক), বেদারুল ইসলাম টিপু (ঘোড়া প্রতীক) এবং কামরুজ্জামান মুকুল চৌধুরী (ফুটবল প্রতীক)।

সাংগঠনিক সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- আবু বক্কর ছিদ্দিক (মই প্রতীক), হাপিজুর রহমান (ছাতা প্রতীক), কামরুল ইসলাম সাগর (গোলাপফুল প্রতীক), শাহজাহান আলী (মোটর সাইকেল), আব্দুস সালাম (কাপপিরিচ প্রতীক) ও আব্দুল হাই লুটু (দোয়াত কলম প্রতীক)। প্রার্থীরা চসে বেড়াচ্ছেন গোটা উপজেলা। চলছে তাদের নির্বাচনী প্রচারণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে