পঞ্চগড় জেলা শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি ব্রিজ পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরাপদ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সকালে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
জেলা প্রশাসক সাবেত আলী জানান, 'আমরা পঞ্চগড় শহরকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত শহর বিনির্মাণে ইতোমধ্যে শহরবাসীকে নিয়ে অনেকগুলো কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।
তারই অংশ হিসেবে চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত রাস্তার দুইধারে অবৈধ স্থাপনা আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে অন্যান্য স্থানের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।'