মেহেরপুরে গাংনীতে আদালতে একটি নারী নির্যাতন মামলার তদন্ত চলাকালে মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক লাঞ্ছিত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার নেপথ্য ও সিসিটিভির ফুটেজ দেখে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, মেহেরপুর মোকাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল পিটিশন মামলা নং-১০৮/২৪ তদন্তের জন্য তার কাছে দেওয়া হয়। সোমবার দুপুরে মামলার তদন্ত চলাকালে শিক্ষা অফিসের বাইরে বাদী ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়।
এ সময় তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। এক পর্যায়ে কয়েকজন যুবক তার প্রতি রাগান্বিত হয়ে মোবাইল কেড়ে নেন ও লাঞ্ছিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, তিনি বিস্তারিত ঘটনাটি শুনেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটির তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবেন।