ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডবিস্নউসি, এএফডবিস্নউসি, পিএসসির সঙ্গে বেবিচক সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দুই দেশের বিমান চলাচল খাতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের আঞ্চলিক পরিচালক সলোমন বেকেল ইথিওপিয়ান এয়ারলাইন্সের এরিয়া ম্যানাজার ইউহানিজ বেকেল, রিদম গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ এবং বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস)সহ ইথিওপিয়া ও বেবিচকের অন্যান্য কর্মকর্তা। সংবাদ বিজ্ঞপ্তি