রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ছাত্র-আন্দোলনে নিহত আমিরের লাশ ৯৭ দিন পর উত্তোলন

তালতলী(বরগুনা) প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ছাত্র-আন্দোলনে নিহত আমিরের লাশ ৯৭ দিন পর উত্তোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আমির হোসেনের (২৮) লাশ ৯৭ দিন পরে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার পারিবারিক কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের উপস্থিতে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা গেছে, গত ২৯ জুলাই ঢাকার রামরুরা একরামুন নেছা ডিগ্রি কলেজ এলাকার উলান সড়কে জুম্মা নামাজ পড়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান আমীর হোসেন। ওইদিন রাতেই মরদেহ বরগুনা জেলার তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করে স্বজনরা।

এ ঘটনায় নিহত আমীরের স্ত্রী আননী বেগম ৪ সেপ্টেম্বর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আদালত মামলাটি পিবিআইকে দেন। মামলার তদন্তের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করার নির্দেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে