স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত
\হবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের কৈশোরকালীন বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্প বিরামপুর ইউনিট অফিসের আওতায় বটতলী সামাজিক উন্নয়ন কেন্দ্রে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ। চিকিৎসা প্রদান করেন ডা. তাহেরা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মো. মেহেদি হাসান, শাখা ব্যবস্থাপক রেশমা খাতুন, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মো. রাজু বিলস্নাহ, মোছা. লুৎফুন নেসা, (জীবিকায়ন) আহমদুর রহমান, আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রস্তুতি সভা
ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পীর সাহেবের বার্ষিক উরস শরিফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জলসায়ে ওরশ পাক এ শাহ্ চন্দ্রপুরী উপলক্ষে সোমবার সকাল থেকে দেশ-বিদেশের ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুরিদান, আশেকান-জাকেরান ও ভক্তরা দরবার শরীফে উপস্থিত হতে থাকেন। মঙ্গলবার বাদ ফজর দরবার শরিফের বর্তমান গদীনশীন পীর পবিত্র রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাত করে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সভা অনুষ্ঠিত
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মাহাতা পাটনীকোঠা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে চট্টগ্রাম একাডেমি হলে প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আহ্বায়ক হামিদুল ওয়াহেদের সভাপতিত্বে সভায় প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ রফিক মো. মুসা, সমীর মজুমদার, অনুরূপ রুদ্র, আবুল কালাম, ফরিদুল আলম, আব্দুল হক, শহিদুল ইসলাম, ফজলুল কাদের, নাসির উদ্দিন, খায়েরুচ্ছাপা, তবলু দাশ তবু, এরফান, আনোয়ারুল হক, নাসির বাঙালি, জামাল উদ্দিন, শাহজাহান, মামুন, কায়সার, মানিক, জামিল উদ্দিন প্রমুখ।
সার বিতরণ
ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে রবি-২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নান আরা তিথি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম, কৃসি সম্প্রসারণ অফিসার জারিন তাসলিম নিলয়, উদ্ভিদ সংরক্ষণ অফিসার দিলীপ কুমার রায়সহ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসাররা।
ওরিয়েন্টেশন সভা
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
\হদিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আহমদ ঈসা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, এরিয়া ম্যানেজার আব্দুল ওহাব প্রমুখ।
বীজ বিতরণ
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলির সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা খবিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান, রাকিবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বিপস্নব, উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ওবায়দুলস্নাহ নূরী, ইঁদুর নিধনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত (ফুলপুর) কৃষক ফজলুল হক আকন্দ প্রমুখ।
বিনামূল্যে সার বিতরণ
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাসসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা।
চিকিৎসাসেবা
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রশিকার স্বাস্থ্য কর্মসূচির আওতায় চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রশিকার পরিচালক (মাইক্রোফিন্যান্স) এএসএম বজলুল গণি বুলবুল। প্রশিকার কেন্দ্রীয় উপ-পরিচালক মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক অনুপ কুমার সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রশিকার সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল আওয়াল, সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান, প্রশিকার স্বাস্থ্য বিভাগের সমন্বয়কারী মো. মহসীন।
শিক্ষা উপকরণ বিতরণ
ম হবিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জিকে গউছ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী এনাম, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আব্দুল আউয়াল মজনু প্রমুখ।
নগদ অর্থ বিতরণ
ম বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বুড়িচংয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) এর অর্থায়নে এবং বুড়িচং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহম্মেদ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী মো. ফয়সালসহ বিভিন্ন স্কুলে ও মাদ্রাসার ১০০ ছাত্রছাত্রী।
সেলাই প্রশিক্ষণ
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ২১ জন হতদিরদ্র মহিলা সদস্যদের মধ্যে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকার সংস্থার প্রধান কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠানে আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীরের সঞ্চালনায় ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার পারভেজ হাসান, আইইডিএস'র চেয়ারম্যান মতিলাল হাজং ও সংস্থার কর্মকর্তাগণ।
মতবিনিময় সভা
ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল কালাম বিশ্বাস, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, সলঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কোরবান আলী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা নুরুল আমিন প্রমুখ। সভায় উপজেলার রায়গঞ্জ প্রেস ক্লাব, সলঙ্গা প্রেস ক্লাব, রায়গঞ্জ রিপোটার্স ইউনিটিসহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা অনুষ্ঠিত
ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে যুবদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পারইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য ও পারইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি আলহাজ এছাহক আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মোজাক্কির হোসেন।
মাঠ দিবস
ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনী ও রিলে ফসল এর চাষাবাদে মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালীবাড়ি এলাকায় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম, উপজেলার প্রতিটি ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাসহ অত্র এলাকার কৃষক কৃষাণিরা।
মতবিনিময় সভা
ম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটরিয়াম কাঞ্চনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে এ আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি অপস) হাবিবুর রহমান। দিনাজপুরে দুটি প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সভাপতিসহ বিভিন্ন সংগঠনের দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন পত্রিকায় কর্মরত শতাধিক সাংবাদিক।
বীজ বিতরণ
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ২০২৪-২০২৫ অর্থ বছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচি হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সমাজসেবা অফিসার আরশাদ আলী ও উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন।
ইউএনও'র যোগদান
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. শাহ আলম মিয়া। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এর আগে নেত্রকোনা জেলার মদনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রংপুর জেলার মিঠাপুর উপজেলার বাসিন্দা হলেও স্পরিবারে ঢাকাতে বসবাস করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন তিনি। একসময় ঢাকাতে সাংবাদিকতা করতেন। বর্তমানে চাকরির পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে আর্টিকেল লিখে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ কন্যা সন্তানের জনক। ৩৪তম ব্যাচের বিসিএস ক্যাডার তিনি।
বিদায় ও বরণ
ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানিয়ারচর জোনের ১০ বীর এবং ১৭ বেঙ্গল নতুন ইউনিটের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি নানিয়ারচর হটিকার্লচার সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার শাফকাত ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন মেজর আবু বক্কর সিদ্দিক ও তানজিলুর রহমান। ১৭ বেঙ্গলের নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সাদি পরিচিত হন এবং সুদক্ষ ১০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তামজিদুর রহমান চৌধুরী সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অভিভাবক সমাবেশ
ম রূপসা (খুলনা) প্রতিনিধি
খুলনা জেলার ঐতিহ্যবাহী রূপসা কলেজে দীর্ঘদিন পর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপি'র সাবেক সহসভাপতি মোলস্না খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য মো. মহিউদ্দিন শেখ। কলেজের সহকারী অধ্যাপক ও টিয়ার সদস্য উদ্ভব চন্দ্র পালের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুলস্নাহ, অর্থনীতি বিভাগের প্রধান অমূল্য কুমার শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান নাসির উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ডেঙ্গু ও স্বাস্থ্য প্রতিরোধবিয়ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সারদা থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে উপজেলার অনুপমপুর গ্রামে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিকুর রহমান। সভায় বক্তব্য রাখেন চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, ভায়ালক্ষপুর বুধিরহাট কলেজের প্রভাষক খোরসেদ আলম, সারদা থানাপাড়া সোয়ালোজের কৃষি প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মাছরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অনুপমপুর কৃষক সংগঠনের নারী মাজেদাসহ শতাধিক নারীরা।
বসতঘরে আগুন
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৮টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মহলস্নায় নাসিরের বাড়িতে বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় নাসির, মোস্তাক, মোস্তাফিজুর ও আংশিক ক্ষতিগ্রস্ত হয় তরিকুলের। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।