রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার লক্ষ্যে মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সচেতনতামূলক সেমিনার করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
বিভাগীয় কমিশনার বলেন, দেশের অর্থনীতির প্রাণ ব্যবসায়ী। দেশের অর্থনীতিতে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু সভাপতিত্বে আয়োজিত সেমিনারে আলোচক ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভুঁইয়া, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম, উপ-প্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী রেশম শিল্পমালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি প্রমুখ।