রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
সাত জেলায় আরও আটক ১৫

নড়াইলে গ্রেপ্তারি পরোয়ানার ১০ আসামিকে গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
নড়াইলে গ্রেপ্তারি পরোয়ানার ১০ আসামিকে গ্রেপ্তার
নড়াইলে গ্রেপ্তারি পরোয়ানার ১০ আসামিকে গ্রেপ্তার

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে গোপালগঞ্জ, যশোরের অভয়নগর, নেত্রকোনার কেন্দুয়া, বরগুনার তালতলী, সুনামগঞ্জের ধর্মপাশা, ফরিদপুরের মধুখালী ও নওগাঁর পোরশায় মাদক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মামলায় ১৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দশনায় সদর থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ নানা অপরাধে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোট ১০ আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত আসামিদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছের্ যাব-৬। বুধবার গভীর রাতে ভাটিয়াপাড়া গোলচত্বরের নড়াইল এক্সপ্রেস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আইন্তা পশ্চিম পাড়ার মো. জাকির হোসেনের স্ত্রী ফারহানা আক্তার (৩০), হাসান মিয়ার স্ত্রী ফারজানা ইসলাম (৩৫) ও মৃত আশরাফ হোসেনের স্ত্রী ডলি বেগম (৪৫)।র্ যাব জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার একতারপুর ও তালতলা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হলো- উপজেলার একতারপুর গ্রামের মো. মনিরুজ্জামান ফকিরের ছেলে মো. নুরুজ্জামান রিপন (৪০) ও উপজেলার তালতলা গ্রামের মো. আব্দুস সবুর সরদারের ছেলে এনামুল হাসান ইমন (২৮)। আটক ২ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা, সাবেক ইউপি মেম্বার ও বিস্ফোরক আইনের মামলার আসামি রূপক মিয়াকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রূপক মিয়া (৫৪) ছমেদ মাস্টারের ছেলে।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় সুলতান শাহ্‌ (৪২) ও নুরুল ইসলাম (৫৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর টহল দল। মঙ্গলবার উপজেলার শিশা বাজার নিজ দোকান ঘর ও ঘাটনগর কানা পাহাড় থেকে তাদের আটক করা হয়েছে। আটক হলো- শিশা শাহুপাড়ার মৃত মজিবর রহমান ও ঘাটনগর কানাপাহাড়ের মৃত মুনতাজ আলীর ছেলে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে চায়না রাইফেলের দুটি গুলি ও ৩০ পিস ইয়াবা নিয়ে কুখ্যাত ডাকাত মহসিনসহ (৩২) তার ৩ সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টায় উপজেলার হেলেঞ্চাবাড়িয়া স্কুলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হলো- আমতলী উপজেলার উত্তর ঘোপখালী এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে কুখ্যাত ডাকাত মহসিন (৩২) তার সহযোগী মো. সাগর, উজ্জ্বল ও মো. ইউসুফ। মহসিনের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন থানা ৭টি ডাকাতি মামলা রয়েছে।

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য তৈয়মুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তৈয়মুর রহমান উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের আমিদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রম্নত বিচার) আইনে মামলা হয়েছিল।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ৫ আগস্ট মধুখালী থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মধুখালী পৌর কাউন্সিলর এসএস আলমগীর হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতা এসএম আলমগীর হোসেনের পৌরসভার পূর্ব গাড়াখোলা নিজবাড়ি থেকে এবং অপর আসামি মো. আয়নাল হক বাবুর্চিকে পূর্ব গাড়াখোলা আশ্রয়ণ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে