নওগাঁর রাণীনগরে গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ডেকে এনে তুলে মারধর করে ও হাত, পা, মুখ বেঁধে রেখে খামার থেকে সাতটি গরু লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের বিষ্ণপুর এলাকায় এ লুটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খামারের মালিক বিষ্ণপুর গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুস সালাম মন্ডল জানান, তিনি রাণীনগর-আঁকনা সড়ক এবং রেললাইনের পাশে বিষ্ণপুর এলাকায় একটি খামার গড়ে তোলেন। তার বাবা সিরাজুল ইসলাম পাশেই একটি ঘরে থেকে খামার পাহারা দিতেন। মঙ্গলবার গভীর রাতে ১০-১২ জনের লুটেরা দল খামারে হানা দেয়। এরপর পুলিশ পরিচয়ে তার বাবাকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে মুখ, হাত, পা বেঁধে রেখে খামার থেকে আটটি গরু লুট করে নিয়ে যায়।
থানার ওসি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার এবং লুটকারীদের ধরতে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছেন।