রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরার প্রথম অধিবেশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার ২০২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়। সংগঠনের গঠনতন্ত্রের আলোকে নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আমির। গত মঙ্গলবার রাতে শহরের দেওয়ান মঞ্জিলে অনুষ্ঠিত এ মজলিসে শূরার অধিবেশনে জেলার নায়েবে আমির মনোনীত হন- মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া।

জেলা কর্মপরিষদ সদস্য হলেন- মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ তাজুল ইসলাম, ফখরুল ইসলাম ও আব্দুল কুদ্দুস নোমান। জেলা মজলিসে শূরার আরও সদস্য হলেন- এমাদুল ইসলাম, ফয়ছল আহমদ, আব্দুল হাই হেলাল, আজিম উদ্দিন, আব্দুল মুনতাজিম প্রমুখ।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর মুক্ত পরিবেশে জেলার নির্বাচন ও শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে