গাংনী সাব-রেজিস্ট্রার ও এক্সট্রা মোহরারকে অপসারণ দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ সমাবেশ করে দলিল লেখক সমিতি। সমাবেশে সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম ও এক্সট্রা মোহরার গোপালকে অপসারণের দাবি জানানো হয়।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফাকের আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আল মামুন পিন্টু, রুবেলসহ অনেকে।
বক্তারা জানান, সাব-রেজিস্ট্রার নাইমা ইসলাম যোগদানের পর থেকে জমি ক্রেতা-বিক্রেতাদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। ইতোপূর্বে বেশ কয়েকজন সাব-রেজিস্ট্রার গাংনীতে কর্মরত ছিলেন। তারা প্রতিদিন শতাধিক দলিল রেজিস্ট্রি করতেন। বর্তমান সাব-রেজিস্ট্রার প্রতিদিন মাত্র ৩০টি দলিল রেজিস্ট্রি করেন। এর ফলে দূর থেকে আগত জমি ক্রেতা-বিক্রেতাদের দিনের পর দিন ঘুরতে হয়। অনেকেই প্রয়োজনে জমি বিক্রি করতে পারেন না। এ অবস্থায় দলিল লেখকরা দলিল সম্পন্ন করতে না পারায় তদেরও দুর্দিন নেমে এসেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ চান তারা।