সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্বদেশ ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
চার জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নীলফামারীর সৈয়দপুর, টাঙ্গাইলের ধনবাড়ী, মানিকগঞ্জের দৌলতপুর ও চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পলিথিন ব্যবহার, খাদ্যে ভেজাল ও অবৈধভাবে বালু উত্তোলন করায় অপরাধীদের অর্খ ও কারাদন্ড দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলমের নেতৃত্বে জেলার সৈয়দপুরে অভিযান চালানো হয়। গত মঙ্গলবার অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করায় শহরের শহীদ জহুরুল হক সড়কের ফারিয়া ট্রেডার্স মালিকের ১০ হাজার, কাঁচা সবজির সঙ্গে খাবার সংরক্ষণ এবং পচা ও বাসি খাবার পরিবেশন করায় শাহ হোটেল-নিরিবিলি হোটেল মালিকের ৭ হাজার এবং ক্রয়রশিদ না থাকায় গাউসিয়া মুরগির আড়তের মালিকের ৩ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ধনবাড়ীতে পলিথিন তৈরির কারখানায় পলিথিন বিরোধী অভিযান চালিয়ে অর্থদন্ড প্রদান ও পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার রাতে পৌরসভার রূপশান্তি এলাকায় পলিথিন তৈরির দুই কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। ধনবাড়ী থানা পুলিশ এতে সহায়তা করে।

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যৌথ অভিযান চালিয়েছে। ভেজাল শিশু খাদ্য উৎপাদনকারী ৪ কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম চার লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গম ধামশ্বর ইউনিয়নের নাটুয়াবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিব হাসান সোভন, এনএসআই'র জাহিদুল ইসলাম জাহিদসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৫৫), ভোলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫) ও একই জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।

বুধবার উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এ অভিযান চালান বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীনসহ পুলিশ সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে