মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

'তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে লক্ষ্ণীচাপ মা ও শিশু কল্যাণ কেন্দ্র'

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
'তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে লক্ষ্ণীচাপ মা ও শিশু কল্যাণ কেন্দ্র'
নীলফামারীর লক্ষ্ণীচাপ ইউনিয়নের নবনির্মাণাধীন ১০ শয্যা-বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুলস্নাহিল আজম -যাযাদি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুলস্নাহিল আজম বলেছেন, নীলফামারী অঞ্চলের তৃণমূল পর্যায়ের মা ও শিশুরা স্বাস্থ্য সেবা এবং কৈশোরকালীন প্রজনন সেবা থেকে অনেকটাই বঞ্চিত। এ সেবা কার্যক্রম নিশ্চিত করতে ও সেবা গ্রহীতাদের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এ কেন্দ্র থেকে এলাকার প্রায় ২৩ সহাস্রাধিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এই এলাকার মানুষকে দীর্ঘপথ পাড়ি দিয়ে স্বাস্থ্য সেবা নিতে আর জেলা সদরে যেতে হবে না।'

রংপুর বিভাগের আওতায় নির্মাণাধীন ও মেরামতাধীন অবকাঠামো পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলার লক্ষ্ণীচাপ ইউনিয়নের কচুয়া এলাকায় নবনির্মাণাধীন ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রংপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত মহিবুর রব, নির্বাহী প্রকৌশলী সাহাবুল আলম, নীলফামারীর উপপরিচালক মোজাম্মেল হক, সহকারী পরিচালক ডা. রোখসানা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে