মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সন্দ্বীপের মুছাপুরকে 'মাদকের ঝুঁকিপূর্ণ' এলাকার ঘোষণা ওসি'র

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
সন্দ্বীপের মুছাপুরকে 'মাদকের ঝুঁকিপূর্ণ' এলাকার ঘোষণা ওসি'র

চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর ৭ নং ওয়ার্ডকে 'মাদকের ঝুঁকিপূর্ণ' বলে ঘোষণা করেছেন সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। শুক্রবার সকালে মুছাপুর ৭ নং ওয়ার্ড মাহফুজুর রহমান মিতা কাওমী মাদ্রাসায় সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যোগে ও সন্দ্বীপ বস্নাড ডোনার ফোরাম আয়েজিত ফ্রি বস্নাড গ্রম্নপিং ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, 'মাদককে আমাদের সমাজ থেকে চিরতরে বিদায় দিতে হবে। সন্দ্বীপ থানার তথ্য মতে মুছাপুর ৭ নং ওয়ার্ড একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সমাজের মানুষকে নিয়ে সন্দ্বীপকে মাদকমুক্ত করব।'

সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাকিল খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বস্নাড ডোনার ফোরামের সভাপতি মাহবুবুল আলম, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি ইলিয়াছ সুমন, সহ সম্পাদক বাদল রায় স্বাধীন, বস্নাড ডোনার ফোরামের সাধারণ সম্পাদক আবদুল হালিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে